শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: লালগোলার গ্রামে বোমাবাজি, আহত ২ তৃণমূল কর্মী, গ্রেপ্তার ৫

Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ২৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক গ্রাম পঞ্চায়েতের বাউশমারি গ্রাম। অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী। আহত ওই ২ তৃণমূল কর্মীকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালগোলার মানিকচক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ওই এলাকাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিল।
তৃণমূল কংগ্রেসের মানিকচক অঞ্চল সভাপতি মহম্মদ এসারুল হক বলেন, "শুক্রবার সন্ধে নাগাদ আমাদের দলের স্থানীয় বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল এবং দলের সক্রিয় কর্মী গৌরচাঁদ মণ্ডল সহ আরও কয়েকজন একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সেই সময় হঠাৎই কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে মুড়ি-মুড়কির মত বোমা ছুঁড়তে শুরু করে। এই ঘটনাতে আহত হন আমাদের দলের দুই কর্মী উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল।"
লালগোলা থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান, গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানান, গ্রামে বোমাবাজির ঘটনার সাথে কংগ্রেসের কোনও সম্পর্কই নেই। গোটা ঘটনাটি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল। কংগ্রেস নেতৃত্ব বলেন- ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মহম্মদ এসারুল হক নামে একজনকে নতুন অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির সাথে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ভুট্টোর দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। সেই রেষারেষির জেরে শুক্রবার গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। গতকালকের ঘটনায় যুক্ত দু"পক্ষই তৃণমূল দলের সদস্য।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



02 24